যখন নদীপথে তুমি যাও ওপারে
ঠিক তখনই সময় কুর্নিশ করে ।
যখন বঙ্কিম চিবুকে দেখো বামে
রক্তিম তিলের পাঁজরে ঈর্ষা জমে  ।
যখন ত্রস্ত কদমে পুকুর পাড়ে,
ছুঁয়ে নিতে তরঙ্গ-বৃত্ত আসে ঘিরে ।
কুন্তল মেলেছ যেই মুক্ত বাতাসে  
বসন্ত অন্তরে  গুনগুন গান ভাসে ।
শ্রাবনের মেঘ যেন পুরাতন ভৃত্য
শরীর জুড়ে নটরাজ মুদ্রায়  নৃত্য ।
সেতার ঝঙ্কারে যেই ওঠো দুলে
খুশি ঝরে  আগমনী গান ফসলে  ।


পৃথিবী যেমন সর্ব ত্যাগেও ধনধন্যা
সকল দিয়ে তুমিও তেমন সম্পুর্ণা ।