যেই কোনে আছে একটা ভাঙ্গা বালতি
ওতে রাখা আছে অনেক পুরনো কিছু মাটি ।
সেখানে  অনেক অনেক পরম যত্নে
চার বছর আগে বসানো গাছের ডাল
গাছের পাতা ক্রমশ হয়ে যায় একটা ডাল
একদিন পাতা ফুঁড়েই নাকি কুঁড়ির দেখা মেলে
কেমন করে গাছ টের পায় এখন গভীর রাত ?
রাতেই  কুঁড়ি ফুটে ফুল হয় গোল চক্রাকার
অনিমেখে চেয়ে থাকি সময় পেরিয়ে যায় ।
          নকল আলোতে দেখি বার বার...
প্রশ্ন করি অবগুন্ঠিতা প্রকৃতি দেবীর কাছে ?
উত্তর কিছু মেলেনা মেলে অবাক বিস্ময়
রাতেই ফোটে রাতেই ঝরে যায় পাঁপড়ি ।
আমার সে নায়িকা এখনও  অবগুন্ঠিতা
পাতা দু একটা গজালো বটে,
         কিন্তু ফুল তো ফুটল না ।
আমার প্রিয় বাড়ির ঈশান কোন
স্লাইডিং সরিয়ে তাই অপেক্ষা করি  
প্রতি পরিবর্তন নজর রাখি অনবরত ।