বন্ধু ক্ষমা করিস ।
আমার কৃতকর্মের জন্য আমি দুঃখিত ।
সেদিন মাথার ভিতর কিযে হয়ে গেল ,
সব কিছু একবারে ওলট পালট
নিজেকেই বোধ হ্য় নিজে ইচ্ছা করে চিনিনি ।
বন্ধু ক্ষমা করিস ।
তুইতো জানিস কতবার কত ভুল করেছি ।
বুকের বাম পাশে ধক ধক শব্দের তালে ,
আমাদের চলার পথ সবসময় সরগরম ।
পাশে থাকতেই পারতাম ইচ্ছা করেই থাকিনি ।
বন্ধু ক্ষমা করিস ।
বারবার আন্তরিকতা এনে ব্যর্থ মনরথে ফিরেছিস ।
দরজা ধাক্কা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছিস !
জানতাম একসময় তোকে ফিরে যেতেই হবে
খুলে দিতেই পারতাম তবুও ইচ্ছা জাগেনি ।
বন্ধু ক্ষমা করিস ।
আপন গর্বে মুঠোফোনটাকে বন্ধ রেখেছি ।
খুলে ফেলতেই  দেখি একরাশ মিসডকল !
একই মেসেজ আছে পর পর অনেকগুলো,
পড়তেই পারতাম তবু ইচ্ছা করেই পড়িনি ।
বন্ধু ক্ষমা করিস ।
আজ কৃষ্ণচূড়া ধোয়া সকালে মনে হলো
কেউ কি পিছন থেকে বার বার ডাকছে ।
তাই কি বার বার পিছন ফিরে চাইছি ?
ডাকবাক্সে চিঠি! এক নিশ্বাসে পড়ে ফেলেছি ।
আর একবার , আর একবার সুযোগ দিলিনা!
চলে গেলি সব ফেলে । আবার একা হয়ে গেলাম ...