সাধারণ মানে খুব সাধারণ অতি সাধারণ মেয়ে
জন্মের সামান্য পরে আমার ঠায় মাতুলালয়ে ।
আদর অনেক ভুলতে বসে ছিলাম পিতৃদত্ত পদবি  
মা আসত, চোখে জল নিয়ে চলে যেত ভুলিনি ছবি ।
সাধারণ মানে খুব সাধারণ
বুলবুলির বাসা ভেঙ্গেছি লুকিয়ে দিঘির জলে ডুব,
বেড়া ভেঙে লুকিয়ে পুজোর ফুল চুরি করেছি খুব ।
গাছের ডালে ডালে দুপুর বিকেল গড়িয়ে যেত
আদুরি বিড়াল হয়ে মায়ের (দিদা) কাছে সন্ধ্যা হত ।
সাধারণ মানে খুব সাধারণ
খুব সুন্দর লাগত মামার নাচ মঞ্চে রানার সেজে  
গান শুনে কত সময় কেটে যেত কাজে অকাজে ।
বলেছিলাম পাশের বাড়ির দিদির মত গান শিখব ,
বদলে মেলেছিল তিরস্কার, ইচ্ছা গেল নিমেষে নিভে ।
সাধারণ মানে খুব সাধারণ
এখন এই সহর এই সংসার ঐ মানুষটা দরজা খুলে দিল।
এখন আকাশে বাতাসে মেঘের আনাগোনা বুনি কল্পনা জাল ।
যে দুটি ফুল ফুটিয়েছি দুজনে স্বপ্ন তাহাতেই দেখি  
জানি একদিন অপূর্ন সাধ পূর্ণ হবে সেদিন হব সুখী ।