হটাত  সুন্দর  গুলো  বন্য  আর   বুনো  হয়ে  গেল  
এই  আবেশিত কুয়াশায়  রাস্তার মতো ফুরিয়ে যাব ।
সূর্যের আলো বাঁকা জঙ্গল ভেদ করে মাটি ছুঁয়েছে ,
জিপ বা গাড়ি চলায় পথ যেন সাঁওতালী এক মেয়ে ।
সর্পিল গতি রাস্তা যেন হাতছানি দিয়ে কাছে ডাকে,
দুপা এগিয়ে এক পা পিছিয়ে ধীরে এগিয়ে চলেছি ।
শুকনো পাতায় পা পড়লে নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে,
নিজেই নিজেকে বলছি - এখানে নিরবতা বজায় রাখুন।
পাখার আওয়াজ করে অচেনা এক পাখী উঁচু ডালে
অজানা এক সাঙ্কেতিক শব্দে জঙ্গল কেঁপে গেল ।
ভারী পায়ের শব্দ শুনতে পাচ্ছি দুরে নয় খুব কাছে
অবশেষে তাদের দেখা মেলে একদল শুঁড় দোলায় ।
পরম নিশ্চিন্তে পথ পার হয়ে জলার দিকে গেল,
হৃদয়ের ক্যানভাসে ছবিটা চিরদিনের জন্য রয়ে গেল ।