এক পৃথিবী পবিত্র মুখে বিশ্বাস করেছ যে
হারিয়ে যাবার ইচ্ছা থাকলেও হারিয়ে যাইনি ।
মেলার ভিড়ে পসরা সাজানো দোকানের  সারি
কাঁচের চুড়ি বার বার করে পড়া আর খুলে ফেলা ।
তখনি প্রবল ইচ্ছা হলো ভিড়ে হারিয়ে যেতে
দেখিনা, ঐ মুখের ভাব হ্য় কতটা অসহায় ।
পেড়িয়ে গেল অনেকটা সময়ের গতিধারা
ঝড় বৃষ্টি  রোদ্দুর, দিন রাত্রী যুগ শেষে একী?
এখন তোমার দোকান দেখা শেষ হলনা!
কেননি কাঁচের চুড়ি, লাল টিপ, নখ রঙা নেলপালিশ,
মেঘলার মত একটা ওড়না আবদার করেছিলে না!
এখনও আমাকে বিশ্বাস করে অপেক্ষা করে গেলে ...
মর্য্যাদা দিতে পারলাম কোথায়?
সাগরের মত গভীর থেকে গভীরতর আত্মবিশ্বাস
আমাকে আবার ফিরিয়ে এনেছো নদীর কাছে ।
তোমার খোলা চুলের ঘ্রাণ নিতে এগিয়ে চলেছি ।
আর একবার নিজেকে করে নেব তোমার উপযুক্ত ...
একেবারে তোমার নিজস্ব একান্ত আপন ।
আরো একবার আমের মুকুলে গুনগুন মৌমাছি
আরো একবার ঝরনার জলে ছলাত ছল
আরো একবার ফুলের সুবাস এনে দেব বাতাসে
আরো একবার গভীর নিশ্বাসে বলব 'আছি হে '।