কিছু কিছু ভাস্কর্য
রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে রয়ে গেছে ।
অনুপম আনন্দ দেয় !
বঞ্চিত শ্রমিকের যন্ত্রনা আদি অনন্ত সঞ্চিত,
বিকশিত সৌন্দর্য দৃশ্যমান ।


কিছু কিছু সুন্দরতা
প্রায় মুছে যাওয়া ঘর্মাক্ত কপালের টিপ ।
অবিরাম মুগ্ধতা ঝরে !
বাসনাগুলো বসনাঞ্চলের বহরের প্রতি সুতোয় ,
উচ্ছসিত আবেগ ধাবমান ।


কিছু কিছু মূর্ছনা
সুরে তানে মিলে মিশে এখন অনন্তযৌবনা ।
দুর্নিবার সুর বরিষন !
নীল আলোর ঝাড়বাতি, ধুপ ধুনো শংখধ্বনি,
আবেশিত আবেগ বর্তমান ।


কিছু কিছু দৃশ্যাবলী
বার বার জীবন্ত হ্য় দগদগে রক্তাক্ত হৃদয় ।
বিকৃত মুখ শয়্তান !
দুর্গন্ধ মাটি ফুঁড়ে উঠে চোখ ফেরাতে হ্য় ,
ফুত্কারে হয়না নিবারণ ।


কিছু কিছু শব্দায়্ন
সূর্য্য বলয়ের বৃত্তে যত্নে যেন মণি-রত্নখচিত ।
দন্ডায়মান সাক্ষী জনগন !
বিবর্ণ সাদাকালো ছবি নিমেষে হলো রঙিন,
উদ্ভাসিত ইতিহাস বিদ্যমান ।


কাল ''কিছু কিছু'' নামে যে কবিতা পোস্ট করেছি ঠিক পোস্ট করার সময় কিযে একটা ঘটে গেল, হারিয়ে গেল । খুব মন খারাপ ।অনেক খুঁজে ক্লান্ত হয়ে আবার মগজের শরনাপন্ন হলাম শেষ লাইনে এসে মাজিকের মত পূর্বের লেখাটা পেয়ে গেলাম । নতুন কবিতা নষ্ট করতে পারলাম না তাই...


লব হারিয়ে গেছিল বলে কুশ কে সৃষ্টি করা হয়েছিল ।
সীতা দেবী কুশকে পেয়ে খুশি, অবশেষে লব ফিরে আসে ।
সীতা দেবী কাওকে ছেড়ে দেন নি  জড়িয়ে বুকে টেনে নিয়েছিলেন ।