একদিন সবাইকে ফিরে যেতে হ্য়
এই যে পূবে দিনকর উজল হলো
দিন শেষে পশ্চিমে গেল অস্তাচলে
শুন্য মুঠি শুন্য করেই ফিরে যেতে হ্য় ।


একদিন সবাইকে হারিয়ে যেতে হ্য়
এই যে ফুল পাঁপড়ি মেলে দিল
গন্ধ ছড়িয়ে সেই ধরায় গেল ঝরে
শুন্য বৃন্ত শুন্য করেই হারিয়ে যেতে হ্য় ।


একদিন সবাইকে ফুরিয়ে যেতে হ্য়
এই যে মাঠ ভরা সবুজ ধানের শীষ
সময় হলে কনক বরন তারপরে শেষ
শুন্য মাঠ শুন্য করেই ফুরিয়ে যেতে হয় ।


একদিন সবাইকে চির নিদ্রায় যেতে হ্য়
এই যে রং আলো হাসি কান্না বন্ধন
সব কেমন বিবর্ণ ম্লান অস্তমিত রাগ
শুন্য গৃহ শুন্য করেই চির নিদ্রায় যেতে হ্য় ।


একদিন সবাইকে দেনাপাওনায় মুক্তি হ্য়  
যেমন অনেক পেয়ে অনেক ধনী হয়
যাবার সময় সব দিয়ে রিক্ত হতে হ্য়
পালা শেষ করে অন্য পালায় মুক্তি নিতে হ্য় ।