অপেক্ষা তবু অপেক্ষা বিশ্বাস রাখি
              অভিশাপ নয় আশীর্বাদ হয়ে ।
একদিন আকাশ থেকে নামতে হবে  
                অমৃত ধারা হয়ে ।  
ক্ষয়ে যায় ক্ষয়ে ক্ষয়ে যায় চাঁদ
              ক্রমশঃ অমাবস্যা রাত।
একদিন কথা দিচ্ছি কুড়িয়ে দেব  
            ঘাসের ডগায় প্রভাত।
আনব জানি আনব মাটিতে পেতেছ কান  
           শুনেছ কার চাপা কান্না ?
একদিন বদলে দেব আনন্দ খুশিতে
         আলো হাসি আর পান্না ।
ছেঁড়া মেঘ ছেঁড়া ছেঁড়া ইতি উতি
         কোথা কোথা যায় উড়ে ।
একদিন মেঘেদের ঠিক ডেকে নেব
        ঝরবে ওরা গানের সুরে ।
বৃষ্টি ঝরে বৃষ্টি বৃষ্টি ভিজিয়ে মাটি
        আমি আর থাকি ঘরে !
একদিন পথে নদীর সাথে দেখা
        যাবে নাকি দূর সাগরে ?
অপেক্ষা তবু অপেক্ষার হলো অবসান
         আমি আর নদী সাগর সন্ধানে ।
তোলপাড় বুকে সাগর লহরি ডাকে  
          কতদিন আছি মিলন  অন্বেষণে ।।