খোলামকুচির মত সম্পর্ক ভেঙে টুকরো হয়ে যায়
জন্ম থেকে লালন করা অতি যত্ন করে তবু হারায়
কখনো বৃষ্টি আড়াল করে কখনো ছাতার মত ধরে
ঝড়ের রাতে উষ্ণতা দিয়ে বাঁচিয়ে রাখতে চাই তবু


খোলামকুচির মত সম্পর্ক ভেঙে টুকরো হয়ে যায়
পাহাড় চুড়ায় হাত বাড়িয়ে দিয়ে কাছে টেনে নেওয়া
চোরাবালিতে তলিয়ে যাতে না যাও হাতে হাত রাখা
ওই পারেতে যেতে কলার ভেলায় ভেসে যাওয়া তবু


খোলামকুচির মত সম্পর্ক ভেঙে টুকরো হয়ে যায়
এক সময়  ছিলাম রাজ্যের ভাবনার টুকরো টাকরা
খেলনা বাড়ির সংসার ইটের গুড়োতে ঝাল লাগত
আমি বেশ অফিস ফেরত তুই বেশ রাস্তায় দেখতিস তবু


খোলামকুচির মত সম্পর্ক ভেঙে টুকরো হয়ে যায়
একদিন আমার জ্বর মিছে স্টেথোতে তুই ডাক্তার
দেখলি কতই হাতে নাড়ি বুকে জোরে স্বাস প্রশ্বাস
বলে দিলি কোনো বাড়াবাড়ি নয় দুধ আর সাগু তবু


খোলামকুচির মত সম্পর্ক ভেঙে টুকরো হয়ে যায়
বসন্তে কচি পাতা এলো কৃষ্ণ চূড়ায় গাছ ভরে গেল
একটা দুটো কুহুর ডাকে মনটাও কেমন উতল হলো
কাকের বাসায় দেখি কোকিল ডিম পেড়ে গেছে তবু


খোলামকুচির মত সম্পর্ক ভেঙে টুকরো হয়ে যায়  ।