নতুন হঠাৎ এসে চিত্কারে বলে এসে গেছি আমি
হঠে যাও যত পুরাতন এখানেই রব দিবস যামি ।


পুরাতন বলে এসো হে  নতুন তোমারে বরণ করি
আজ পুরাতন একদিন এসেছি এখানে  নবরূপ ধরি ।


ব্যঙ্গ হাসি উথলে ওঠে - আহা মিছে কর শুধু দেরি
অনেক হয়েছে ব্যটা বস্তাপচা গন্ধে বাতাস ভারী ।


এসেছ যখন থাকবে তুমিই, এখনি অতীত হব আমি
ঠান্ডা বাতাস জল পান কর, পথ ভ্রমি বড় ক্লান্ত তুমি ।


ধানাই পানাই করিস কেন ওহে গজ কচ্ছপ পুরাতন
নব কিশলয়ে শুন্যতা ভরি আমি যে সেই নওল নবীন ।


গর্ব তোমায় সাজেনা তুমিই উড়াবে দিগন্তে নবকেতন
হয়ে ইতিহাস ধীরে যাব চলে কাল-গহ্বরে হব অবসান ।


কেন করিস অদ্ভুত আচরণ  অহংকার হল মম অঙ্গভূষণ
আঁধার তাড়িয়ে ছড়াব আলো পুবেতে সূর্য উদয় এখন ।


অভিমান বোঝোনা নতুন, কি করে গাইবে জাগরণ গান
বলে যাই নাও শেষ শিক্ষা, গর্ব ত্যাজি দেখো সবারে সমান ।।