আমাকেই আমি দেখি বারবার সকল বেলা
এ এক অনির্বচনীয় স্বার্থপর আধুনিক খেলা ।
সকালবেলায় ঘুম ভেঙ্গেছে কোকিলের ডাকে
প্রশান্তি ভরা বদন ছিল ছবি তুলেছি সেই ফাঁকে ।
ঠিক পরে কর্কশ স্বরে কা কা করে কাক ডেকেছে
তুলিনি ছবি সে ডাক শুনে সুন্দর মুখ কুঁচকে গেছে ।
জীর্ণ ফাটল বাড়ি দেখে ভয়ে একটু নিলাম ঝুকি
বটের চারা ঝুরি নামিয়ে আকাশে দেয় উঁকি।
অমনি সেলফি তুলে ফেসবুকেতে পোস্ট করেছি
আমি খুব খুশি একশ সাতটা লাইক পেয়েছি ।
না খেতে পাওয়া মানুষটা মরেছে ফুটপাথে
ওর পাঁজর গোনা বুকের খাঁচার ছবি সেল্ফিতে ।
লাইক দেবে না?


..