আজ বসন্ত রঙিন হয়ে মনে থাক কিছুক্ষণ
বেগুনি ফুলেরা সবে ফুটেছে এখুনি যেওনা চলে।
আজ বসন্ত মুখর হবে বাতাসে খুশির ঠিকানা
নীল নদের তীর ধরে যাবে যতদূর চোখ চলে ।
আজ বসন্ত উজল হবে মেখে পূর্ণিমা জোছনা
আসমানী রঙের দুটো চোখ সারা রাত জেগে রবে।
আজ বসন্ত আরও কাব্যিক দিন রাত শব্দবৃষ্টি
সবুজ গালিচা বিছানো মনে আসন পেতেছ নীরবে ?
আজ বসন্ত বেশ ফুরফুরে যেন মেঘ ছড়ানো
হলুদ রঙের প্রজাপতি পথ ভুলে এসে পড়ে ।
আজ বসন্ত একটু বিরহ দলছুট এক পানকৌড়ি
কমলা রঙের শাড়িতে মেয়ের ছাদে আঁচল ওড়ে ।
আজ বসন্ত দূর দিগন্তে আনন্দ অফুরন্ত
লাল পলাশে লাল শিমুলে দক্ষিণ দুয়ার খোলে  ॥