একটা উদ্ভাসিত দিনের জন্য রাত অপেক্ষা করে ছিল
আঁধার একটু ফর্সা হলে দেবে উড়াল একা এক গাংচিল ।
ভোরের বেলা কে যেন ডাক দেয় ফুল কুড়োবি চল  ;
একটা সুর আর একটা সুরে  মিশবে বলে থমকে ছিল ।  
আ   আ    আ......   আ   আ    আ......


একেকটা মানুষ ছক বাঁধা নিয়ম মানেনা কিছুতেই  
গুটিপোকা ভেবে ধরতে যেতেই  প্রজাপতি উড়ে যায় ।


মঞ্চে মানুষটা দাপিয়ে বেড়ায় একটা চরিত্র ফোটাতে
এপার থেকে ওপারে অল্প কিম্বা তীব্র  আলোর বৃত্তে ।
কাল্পনিক চরিত্রগুলো একে একে ফিট করতে থাকে
দুরন্ত অভিনয়, কিন্ত নিজে ফিট হয়না বড় অসহায় লাগে ?


একেকটা মানুষ ছক বাঁধা নিয়ম মানেনা কিছুতেই  
ঝরনা ভেবে কাছে গেলেই  বেগবতী নদী মোহনায় ।


বিনা প্রস্তুতিতে কত অন্যায় আবদার রাখতে হয়েছে
ধীর পদক্ষেপে সম্পুর্ণ স্মৃতির ভরসাতে পাঠ করেছ  
সেই ভালো লাগা কবিতায় এখনো নদীর তীর ভেজা
নিজের কাছে নিজেই যেন গ্রীনরুমেতে  রাজা সাজা ।


একেকটা মানুষ ছক বাঁধা নিয়ম মানেনা কিছুতেই  
আজ খুশিতে মেতে গেছি  ওই দুচোখের আলোতেই ।।


'' সেই তাহার নামটি রঞ্জনা ...............