তাপিত হয়ে হৃদয় ছায়া  খুঁজেছি
চোখের সমুখে রেখেছ শুধু বালুকা রাশি
চোখ ধাঁধানো ঝিলিকে চোখ পুড়েছে
তবু ছাড়িনি দুহাতে মুঠিতে তাই নিয়েছি


তৃষ্ণার জল চেয়ে সাগর পেয়েছি
অনন্ত তরঙ্গে বারবার ফিরে এসেছি
লোনা জলের স্বাদে মুখ কুঁচকে গেছে
তবু ফিরিনি সেখানেই ডুবে মরতে চেয়েছি ।


ফুলের গন্ধে একরাত ঘুমোতে চেয়েছি
নিশিগন্ধা রেখেছ এখানে ওখানে সেখানে
সারারাত জেগেছি সাড়া দিয়ে ছুটে গেছি
তবু ছাড়িনি হাল বারবার ব্যর্থ হয়েছি ।


জানি একদিন হৃদয় ছায়া দেবে
একদিন অমৃত ধারা বৃষ্টি ঝরাবে  
একদিন কাছে টেনে ঘুম পাড়াবে
ভালবাসি তাই  এত  সাহস করি  ।