এক দুই তিন ক্রমশ পাহাড় চুড়ায় আলো ক্ষীণ
গভীর ঘুমে আচ্ছন্ন পান্না সবুজ শেওলায় দিন ।


দুই তিন চার ইতি উতি ইতিহাস সন্ধান ছিল তার
দমকা বাতাসে ওলট পালট পিছু টান নেই আর ।


তিন চার পাঁচ দাবানলে অসীম রাখি আগুন আঁচ
বিশ্বাসে নাকি মেলে সব ফেলে দেখি আতসকাঁচ ?


চার পাঁচ ছয় এখন আতঙ্ক এখন কি হ্য়  কি হয়
জানি শেষে দাঁড়িয়ে মৃত্যু তবু দেখাও কেন ভয় ?


পাঁচ ছয় সাত বুকের বামদিকেতে রেখেছি হাত
থেমে যাবে নাকি ধুকপুকুনি কাটবেনা  বুঝি রাত ।


সাত আট নয় বেঁচে থাকতে আরতো আপোষ নয়
যত ক্ষত আছে ভরে নেব আর নয় কোন ক্ষয় ।


আট নয় দশ  যুঝে চলি এখনো হাসফাঁস নিশ্বাস
বুকে ভরেছি অমৃত বাতাস শিরায় জাগাতে আশ ।