সূর্য্য থেকে কিরণ ধার করে নিয়েছে,
এই পৃথিবীর যাবতীয় সবুজ উদ্ভিদ ।
মৃত্তিকা থেকে জীবন রস ধার করেছে।
বাতাস থেকে ধার করেছে কার্বন বিষ ।


কিছুটা জীবন দিয়ে কিছুটা মরণ দিয়ে
মহাজনের ঋণ সেও শোধ করে চলেছে।


ফিরিয়ে দিয়েছে অমৃত ধারা প্রাণ বায়ু
তৃষ্ণা মিটিয়েছে পান্থপাদপ হয়ে পথিকের
প্রাণ জাগিয়েছে বটবৃক্ষের শ্যামল ছায়াতে
জঠর ক্ষুদা মিটিয়েছে গেছে আমৃত্যু ।


আমিও ধার করে নিয়েছি এই জীবন
এই পঞ্চভূত থেকে রূপ রস গন্ধ  ।
কিছুই ফেরাতে পারিনি শুধু নিয়েছি
ওহে মহাজন ঠিক মরণে ফিরাবো জীবন ।