তবু প্রেম যেওনা
কাছে থাকো জড়িয়ে রাখো উষ্ণতায়
পাতা ঝরায় আর কচি কিশলয়ে
থাকো হেলে পড়া হলুদ রোদ্দুরে
আর মুকুল ভরা ভারে অবনত শিষে
কি থাকবে না; থাকবেনা ?
ছেড়া কাঁথায় একটু কষ্ট হবে
ভরা বর্ষায় পাত্র পেতে রাত জাগব
শুনব ঘুঙ্গুর ধ্বনি টুংটাং টুংটাং টুংটাং
কখন ঘুমিয়ে যাব, জাগব আযান সুরে
আ.......আ.........আ.............
দুচোখ জুড়ে এখন সোনার কাঠির ছোঁয়া
হিম ভেজা রস কলসি হয়তো পাবনা
কলাই করা থালে লাল চালের গরম ভাত,আলুভাতে
সাথে কাঁচা লংকা আর কলজে রঙের পিঁয়াজ
আরো আছে ওম জাগানো বারান্দায় রোদ্দুর
কচি ছেলেটা ককিয়ে উঠলে ওর মা যেমন
ধরফরিয়ে ছুটে যায় ‘দেখিতো বাছার কি হলো ?’
আমি ও ছুটে যাব দুঃখের সুখের খবর নিতে
বল থাকবে না ; থাকবো তো ; এসো প্রেম এসো