শব্দ


নিভৃত নিশীথে শব্দেরা আসে
আসে পাশে থাকে কাঁদে হাসে
আবার ফিরে যায় যেমন এসেছিল
বর্ণপরিচয়ে নিজ স্থানে যেমন ছিল  ।


বিচার


ধর্মাবতার আমি সেই ধর্ষকের সন্তান
যে কিনা আমার মাকে মিথ্যা কথায় ভুলিয়ে
     কুমারী মা বানিয়ে ছিল  
     লকলকে জিভে গ্রাস করে
বাবা ত্যাগ করে দিল, তখন হলাম জারজ
প্রসবের পরে ত্যাগ করলো মা হলাম অনাথ ।
        ধর্মাবতার করজোড়ে মিনতি করছি
       শাস্তি স্বরূপ সেই বাবা মাকেই কাছে পেতে চাই
             ধর্মাবতার আমি বিচার চাই।


মহাকাল


অসীমতার পরশ নিয়ে  দেঁতো হাসি মহাকালের
দেখতে দেখতে এই শরীরে এখন পড়ন্ত রোদ্দুর
     জানি আমি বাধ্য যতদিন এই জীবন
   সেদিন দেখবনা যেদিন  ছুঁয়ে ফেলব মরণ ।