দেয়ালেতে পিঠ ভেবে দেখিস
চোখেতে আগুন জ্বেলে রাখিস
সামনের পথ বড় কঠিন
মিছিল আরো বড় করিস ৷
আজ প্রতিবেশী পুড়ছে পুড়ুক
লড়ছে একা একাই লড়ুক
তুইতো নেহাত খুব সাধারন
না দেখার ভান তবুও করিস ৷
তোর বাড়িটা জ্বলবে যেদিন
কাউকে পাশে পাবি সেদিন ?
কেন বিচলিত কাকে ডরাস
এসেছে সময় ভেবে দেখিস ৷
ধর্ম ধ্বজা দেয় মাথা চাড়া
নিত্য নতুন অজুহাত খাড়া
মোহিনী-মায়ায় বোনে ওরা জাল
এ মহাদেশের কি হবে হাল?
আলোর কণা আঁধারেতে ঝরে
বুকেতে রক্ত টগবগ করে
কেনযে মরিস রোজ বারবার
কিছু কি আছে আজ হারাবার?
কেন বিচলিত কাকে ডরাস
এসেছে সময় ভেবে দেখিস ৷