আমায়
ভুল বুঝলে
অসম্মান করতে চাইনি
কবিতার কাগজ ফুরিয়ে গেছিল
সবাইকে একে একে দিয়ে গেলাম
তোমার কাছে এসে দেখি একটাও নেই
অভিমানে তোমার মুখটা সাদা কাগজের মত হল
কথা দিয়েছিলাম পরের দিন সত্যি সত্যি এনে দেবো
উদাস নয়নে চেয়ে থাকলে দূরে কোন এক তেপান্তরের দেশে
বোঝাতে চাইলাম, এমনটা হতেই পারে, তবু ওই মুখে মেঘলা আকাশ।
এনেছি
তোমার জন্য
একটা গোটা কবিতা
তোমার ব্যক্তিত্বের মতো সাত্ত্বিক
ঝিনুক ভেঙে যেমন মুক্তো ধরা দেয়
গোলাপের পাপড়ি যেমন নিজেকে মেলে ধরে
দুলকি চালে রাজহাঁসের মত আমার সাদা কাগজে
বিশাল বিশ্ব যখন ঘুমে আচ্ছন্ন, তখনি এঁকে ফেললাম  
প্রজাপতির ডানায় যত রং ছিল সবটা দিয়ে রাঙিয়ে নিলাম
এলাম সবুজ হতে প্রভাতী সকালে, তোমার মুখে হাসি দেখব বলে ।