কাছে থাকলে খুনসুটি আজ ভাব কাল আড়ি
দুরে গেলে সুনশান চুপচাপ স্মৃতির কড়া নাড়ি ।
সেই হাসিটাই হাসতে বলিস
সেই গানটাই গাইতে বলিস
ভালবাসার কথা আজও বলিস ।
মাঝে মাঝে স্মৃতির পাতা উল্টে পাল্টে দেখি
বন্ধু হয়ে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছিস একি।
সেই হাসিটাই হাসতে বলিস
সেই গানটাই গাইতে বলিস
ভালবাসার কথা আজও বলিস ।
একসাথে আগুন পথে হাতে হাত রেখে চলা
ঝড় তুফানে বাদল রাতে প্রানের কথা বলা ।
সেই হাসিটাই হাসতে বলিস
সেই গানটাই গাইতে বলিস
ভালবাসার কথা আজও বলিস ।
রাত্রী জাগা পাখির কাছে ভোরের কথা শুনিস
কেন যে সব বদলে গেছে বুকেতে কান পাতিস ।
একবার বল সেই হাসিটাই হাসি,
আজও তোকে তেমনি ভালবাসি ।।