গালে হাত দিয়ে গোলু কি যেন ভাবছে,
হাতে করে মা বুঝি দুধ বাটি আনছে ।
গোলু পড়ে চিন্তায় মাকে কি বলা যায় ?
ভেবে বলে ‘অবেলায় আজ আর দুধ নয়
জাননা কি দুধ খেলে শুধু ওঠে হিক্কা ,
চট করে আনো দেখি গোটা দশ ফুচকা ;'


একদিন একা ছিল জানলাতে চোখ গেল রাজপথে
পথে ওটা কে হাঁটে  লেজ দোলে সাদা কালোতে
চোখে চোখ পরতেই আদরেতে তাকে ডাকে ‘আয় ‘
সেও ছিল তাকে তাকে, সাড়া দিয়ে ডাকে ‘মাও’
বাটি ভরা দুধ দেখে ঢুলু ঢুলু চোখ তার ঝলসায়  
দুধ খেয়ে গোঁফ মুছে লেজ তুলে সে পালায় ।
        


গোল গোল চোখে গোলু ঝট পট গেল চমকে
এ আবার কে এলো? নিজেকেই নিজে দেখে থমকে!
পিট্ পিট্ চোখ করে, সেও দেখি তাই করে
মারব নাকি এক ঘুসি সেও দেখি আসে তেড়ে ;
কি করবে সে এখন ? গোলু ভেবে হয়রান,
ছুঁড়ে মারে খালি বাটি ছবি ভেঙে খান খান ;