আজ কাল পরশু


আজ যেন আকাশে রাগিনী একটু মায়াবী হ্য়
আজ যেন বাতাসে সুবাস একটু শরমী হ্য়
আজ তারাদের সাথে সারারাত ধরে জাগবো
আজ দুজনায় চাঁদ জোছনায়  অঙ্গ পোড়াবো ।


কাল বলেছিল আসবে, কথা সে তবুও রাখেনি
কাল কাগজের প্রথম পাতায় দুচোখ রাখিনি
কাল সারাদিন এই মুঠোফোন নিস্ক্রিয় করা ছিল
কাল প্রিয় ফুলদানী ভাঙ্গতেই এ মনে বিরহ এল ।


পরশু কোন অজুহাতে আর অপেক্ষা নয় জানলায়
পরশু নিশ্চিন্দিপুর  দুরদুর বুকে ভীরু ভীরু পায়ে
পরশু নীলাম্বরী শাড়ি, আমি শ্যাম পিয়াসী সজনী
পরশু কি নেব রক্ত-গোলাপ? নাকি শ্বেতশুভ্র রজনী ।