মানুষ কাকে বলি...
যে মানুষ মিথ্যে কথায় সোনার স্বর্গ বানায়
যে মানুষ চলতে পথে শুধুই রক্ত ঝরায়
যে কেবল নিজেই খুশী নিজের গুণপনায়
যে কেবল ক্রুদ্ধ হ্য় মুক্ত-মনের মুক্ত-কথায়
সত্যি কান্না যার কাছেতে মিথ্যে হয়ে যায় ।
সেই বুঝি মানুষ ? সে নয় মনের মানুষ;


মানুষ তাকেই বলি...
যে কিনা রাত্রী জাগে সেই সকালের তরে
যে কিনা আলোর জন্য মুষ্ঠিবদ্ধ করে
যে স্বপ্ন দেখতে আগুন জোগাড় করে
যে ঝড়ের মুখে বুক চিতিয়ে দাঁড়ায়
যে আগল দিয়ে প্রানের সবুজ বাঁচায়
সেইতো হলো মানুষ, আমার মনের মানুষ।।