বোধ হ্য় একটু দেরি হয়ে গেল
কোথায় ? যেতে কর্মস্থলে ; শহর ছাড়িয়ে,
রাজপথে অপেক্ষা করছি বাহনের জন্য ।
চোখের কোনও  দোষ দিতে পারিনা
এ চোখ শুধু খুঁজে বেড়াই সুন্দর
কল্কে ফুলের গাছটা বসিয়েছিলাম।
কাঁচা হলুদ রোদ্র ঝিলিক আর পান্না সবুজে
আজ যেন সে পূর্ণযৌবনা,সাজ সজ্জায় অপরুপা
কার আহবানে সাড়া দিয়ে যাবে বুঝি অভিসারে,
চোখ আটকেছে সেই সবুজ পাতায় আর ফুলে
অল্প বাতাসে গল্প বলে  দুলে দুলে গান গায়ছে
চকচকে কালচে নীল ভ্রমরগুলি  মধুতে মগ্ন
মধুর ভাগ নিতে এল অদ্ভুত সুন্দর প্রজাপতি
সহসা গাছটা দুলে উঠলো কী যেন শিহরণ
হয়তো বা আমাকেই বোঝাতে চাইলো
' উহু আর দেরি নয় এবার এসো বন্ধু' ।