ভেতরে এত কান্না তবু চোখে মরুভূমি
কান্না তবে কি বাস্প হয়ে গেছে ?
আর কি কোনদিন আর্তনাদ করে কাঁদবেনা
প্রিয়জন হারিয়ে ফেলার যন্ত্রনায় ।


রক্তের ফোটাগুলো শুকিয়ে  কালো গোলাপ
একটাও সাদা গোলাপ বাগানে ফোটেনি
সতেজ লহুর জলছবি সাদা গোলাপের পাঁপড়িতে
আমার আমাদের কান্না,  নাকি গোলাপের কান্না ?


পাখিরা বোধ হ্য় ডাকতে ভুলে গেছে
নিস্তব্ধ রাতে একটা কুকুর ও কি ডাকবেনা
এক নিশাচর নিস্তব্ধতা ভেঙে ডানা ঝাপটালো
দপ করে নিভে গেল জলন্ত মোমবাতিটা ।


উত্কট একটা গন্ধ অন্ধকারে মিশে গেল
অন্ধকারের ঘনত্ব তাতে আরো বেড়ে গেল
মৃত্যূর মত শীতল চাদর সারা শরীর  ঢেকে দিল;
ডুকরে কান্না তখনি আবার স্তব্ধতা ঘিরতে থাকলো
  এবার মানবতা পথ হারালো,মৃত্যূর চোখে জল এলো ;