তুরা সবাই মুন দিয়া শুন
ফাগুন পূর্নিমাতে আমাদের বাড়িতে যাবি কিন্তক
মজা করবি, ভোজ খাবি উদিন হমার বিহা
কি বুলছিস ? উহার নামটো কি ?
হেইমা মরদের নামটো মুখে আইনতে আছে?
তবে তুরা এতো করে বুলছিস যখন তবে শুন
ফাগুন মাসে আগুনপারা যে ফুল ফুটে
সেই নাম নাম হমার মরদের।
কি বুলছিস ? উ কানে কম শুনে ?
হেইমা উতেত হমার লাভ অনেক
ছুট ছুট কুথ্যায় মুটেই কান দিবেক লাই
ইশারায় কুথ্যা বুইলবো কেউ জানবেক লাই।
তু কি বুললি ? তাল গাছের পারা লম্বা!
শুন মোর মরদটা যখন কুন কুথ্য়া বইলবে
উ মাথাটো  নত  কইরবে
সক্কলে ভাববে আমি হুকুম কৈরছি ।
তুরা দেখ্যিস লাই অমিতাভ আর জয়ার জুটিটো।
তু কি বুললি ? মেঘের পারা রঙটা কালা
তুরা মিছিমিছি আমাকে এত্তো  ডরাচ্চিস
মেঘ থিকে বৃষ্টি ঝরলেই
আকাশ যেমন ফরসা হ্য়
বিহার পরে মরদের মনটাও ফরসা করি লিব
তুরা অবশ্যই বিহাতে আসিস
আর কুন কথ্যা শুনব্যনা । যায় কেনে ...