সময়মতো ভালো লাগা ব্যক্ত করতে পারিনি  
কি কিইবা করতে পারতাম; এক সমুদ্র ত্রুটি
কর্পুরের মতন মুখের ভাষা উবে গিয়েছিল
আমি যেন জাহাজ ডেকের ''কাসাবিয়াঙ্কা''।
শুধু আজ্ঞাবহন করার জন্যই যেন জীবন
এখন দারুন দহনে হৃদয় পুড়তে থাকে
অসাবধানে যে হাসিটুকু ছুঁড়ে দিয়েছিলে,
আমার মুখে এখনো সেই হাসির প্রতিবিম্ব;
মর্মর মূর্তির মত চোখের পলক পড়ছেনা
পায়ের পাতা ও  বোধ হয় মাটিতে নেই।
জাগতিক শব্দের স্পন্দন রেখাপাত হীন
পিঠেতে আমার অদৃশ্য পাখির পাখনা ?
ভারহীন অবস্থায় রয়ে গেছি অনন্তকাল ;
হৃদয় পুড়ে শুধু শুন্যতায় আমি সর্বশান্ত।
হৃদয়হীন এই শরীর তোমার ক্রীতদাস
শেকল দিয়ে বাঁধ চাবুক দিয়ে চাবকাও
শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরাও,
এই ক্রীতদাস করবেনা কোনো আর্তনাদ ;
একসময় তুমি যখন ক্লান্ত শ্রান্ত হবে,
তখন তর্জনী দিয়ে আমায় ছুঁয়ে দিও  
      করে নিও নবজীবনের প্রাণ প্রতিষ্ঠা ;