জীবন বুঝি এমনি ক্রমশ পরিণতির দিকে ছুটে যায়
জীবন থেকে শিক্ষা নেওয়া প্রকৃতির নিয়ম বুঝি এটাই ।
জীবন হামাগুড়ি দিয়ে শুরু শেষটা সেই হামাগুড়ি দিয়ে
জীবন পেয়ে চিত্কার কেঁদেছ যেতেও কান্না দাও সাজিয়ে।


আজ যারা মঞ্চে আসীন একদিন তারা ছিল কিশলয়
আজ বুঝি খেলা শেষ কে যেন শেষের বাঁশি বাজায় ।
আজ হলুদ ঝরা পাতা বিষাদ সুরে বিদায় গান গায়
আজ শেষ থেকে শুরু আলো হাতে কেউ ছুট দেয় ।


ওইযে সবুজ পাতারা কোরক থেকে উঁকিঝুকি দিচ্ছে
ওইযে হাঁসছানাটি মায়ের কাছে সাঁতার শিখে নিচ্ছে ।
ওইযে বাবুই আগামীর বাসা বুনতে খড়কুটো জোগাচ্ছে
ওইযে শিশু দুচোখ দিয়ে প্রকৃতির বিস্ময় শুষে নিচ্ছে  ।