আমাকে সাদা কাগজ ধরিয়ে দেওয়া হল
আর একটা কলম দিয়ে বলা হল’ লেখো’
আকাশ পাতাল ভেবে যেই লিখতে গেছি
দুচোখে জল আর জোড় হাতে মিনতি
''আমায় নিয়ে নয়, আমায় প্রকাশ করোনা,
আমি থাকি তোমার অনন্ত ভাবনা জুড়ে
দূর নীলকাশে যেখানে একা চিল ওড়ে
স্বপ্নের রঙিন ওড়না ওড়ে ঘুমের গভীরে
অনেক একাকীত্ব শুধু আমার শরীর জুড়ে।
'আমায় নিয়ে নয়, আমায় প্রকাশ করোনা,
প্রকাশ করলেই কেউ কেউ প্রশ্ন তুলবে
কে এই কুহকিনী ?
ওইতো ছিল জোনাক রাতে সঙ্গী হয়ে
নির্জন দ্বীপে স্বপ্নপ্রিয়া পান পেয়ালা হাতে
বিজন ঘরে আলোর প্রদীপখানি ধরে।
আঙুল তুলে বাজারে বসাবে জোর করে।
সে বড় বাস্তব।
সহ্য করতে পারবে ? জানতাম পারবেনা ।
আমায় প্রকাশ করোনা...