আমি চাই ফুলের বুকে মধু থাকুক
তুমি চেয়েছ ...
পূর্ণিমার চাঁদ টুকরো হয়ে ভেঙে যাক
বাতাসের সুবাস পথ হারিয়ে ফেলুক
গানের সুর ও বাণী অসুর দখল করুক ।


আমি চাই প্রজাপতিরা পাখনা মেলুক
তুমি চেয়েছ ...
নীল দিগন্তে অনুপম রঙবাহার ফুরিয়ে যাক
পাখিদের কলকাকলী নিমেষে নিস্তব্ধ হোক
কল্লোলিনী সভ্যতায় শ্মশানের নিরবতা আসুক ।


আমি চাই নবজাতকের ক্রন্দনে মুখর হোক
তুমি চেয়েছ ...
এই বসুন্ধরা তিলে তিলে বন্ধা হয়ে পড়ুক
পাতার শ্যামলীমায় পাণ্ডুরতা বাসা বাধুক
স্রোতস্বিনী যেন মরুর বুকে মুখ ঢাকুক।


তোমাতে আমাতে দ্বন্দ আদি থেকে অনন্ত
ক্ষমতার চূড়ায় থেকে একদিন হবে ক্লান্ত
তখনও যদি দুহাত বাড়িয়ে বল আমি তৃষ্ণার্ত
বৃষ্টিধারায় ভিজিয়ে আঁচল মিটিয়ে দেব তৃষ্ণা
            সেখানে থাকবেনা কোনো শর্ত  ।