আমায় পাবে তুমি ঝরা পাতার দলে
যেটার রং প্রায় হলুদ হয়ে এসেছে
যেটা এখনো অনেকটায় সবুজ ছিল
যেটার মাঝে খয়েরী রঙের গোল ফুটো ছিল  
যেটা সাদা খাতায় পিন দিয়ে আটকাবে ভেবেছিল মেয়েটা
সঙ্গী  কালো ছেলেটা বললো -'ওটা ভালোই হবে,নে না'
লালফিতের বিনুনি দুলিয়ে ঘাড় নাড়লো -' উহু না '
অবজ্ঞায় মুচড়ে ফেলে দিয়েছিল ধুসর মাটিতে
দমকা বাতাস উড়িয়ে নিয়ে ফেললো নদীর জলে
   ভাসতে থাকি, ভাসতে থাকি...
হটাত একটা কালো  পিপড়ে আমার বুকে
বৃষ্টি পড়ে টাপুর টুপ কালো পিপড়ের বুক ধুকপুক
ভাসতে থাকি ভাসতে থাকি, আমায় ঘিরে ও বাঁচতে থাকে
কখন জানি তীরে ভিড়েছি, ডাঙায় উঠে ও যেন প্রাণ পেল ।
জল খেলে গেল তীরের বুকে, পাড় ভাঙ্গলো সশব্দে তারই সাথে
আ  আ... আমি কেমন তলিয়ে গেলাম গহীন কালো অন্ধকারে ...