আয়লান ... আয়লান ... শুনতে পারছো
সমুদ্র সৈকতে অভিমান করে শুয়ে আছো
ঢেউ আসছে আর তোমার শরীর ছুঁয়ে যাচ্ছে
বাতাস তোমার নরম চুলে বিলি কাটছে
পায়ের লাল জুতোদুটো রোদদূরে চমকাচ্ছে


আয়লান ... আয়লান ... শুনতে পারছো
কার উপর এত অভিমান করেছো, জানি
যারা তোমাকে লাইফ জ্যাকেট দেয়নি
যারা বাড়ানো হাতটা ইচ্ছা করেই দেখেনি
আহারে পেটে বুঝি একটা দানাও পড়েনি


আয়লান ... আয়লান ... শুনতে পারছো
অভিমান ভেঙে পাশ ফিরে একবার দেখবে
কি বলছো?  মা দাদাকে হারিয়ে ফেলেছো
নিজের বাড়ি কোথায়? মনে পড়ছে না ?
এখন সারা বিশ্ব তোমার হাত ধরেছে।
      তবু তুমি কথা বলবে না? এত অভিমান!
আয়লান ... আয়লান ... শুনতে পারছো


''আয়লান কুর্দিকে '' চোখ থেকে সরাতে পারছিনা । ভুলতে চাইলেও ভুলতে পারছিনা ।