ঠিক এমনি একদিন দীর্ঘ অপেক্ষার অবসানে দরজা খুলেছিল,
তারপর দ্রুত দ্বন্দের মুখোমুখি চৌকাঠ না পেরোনো
ফিরে এসেছিলাম খুপড়ি ঘরের দরজা থেকে ।
মাথার ভিতর হাজার পোকার কিলবিল কিলবিল ,
  অবিরাম অসহ্য যন্ত্রনা মগজ কুরে কুরে খাচ্ছিল
  আমি স্থিতধী সকালের জন্য অপেক্ষা করেছিলাম ।
স্বাধীন হবে তুমি, কার থেকে কোনো পুরুষ হতে?
স্বাধীন হও নিজে, নিজের অন্ধকারের অন্তর হতে ।
স্বাধীন হতে, কেন এক স্বার্থপর পুরুষ হতে হবে ?
শিখে নাও জেনে নাও কীভাবে না বলতে হ্য়
     নিজেকে চিনতে শেখো, বুঝতে শেখো
     পুতুল খেলা থেকে বিরত হও ।
শুধু বেঁচে থাকার জন্য বাঁচা এ কেমন বাঁচা ?
মুক্তি খোঁজে একটা পাখী বন্ধ যখন খাঁচা ।
পাখী একটু দাঁড়া, আমি ও বাঁচি তুই ও বাঁচ
  যতক্ষন তোর শরীরে আছে,
  লাল টকটকে আগুন আঁচ ।।