বুকের ভিতর কত কথা
তিনশো পঁচিশ কলকাতা ।।
সেই যে শুরু নোঙ্গর ফেলে
কাদা পায়েই পথ পেড়লে ।।
পণ করেছ আতুর ঘরেই
আকাশ হবে হাতের মুঠোয় ।।
অনেক আঘাত মান অপমান
বিশ্ব জোড়া সংস্কৃতির প্রাণ ।।
সবুজ ঘাসে শিশির কণা
খুশি যেন প্রানের আলপনা
আজ আলো আশায় উঁচু মাথা
তিনশো পঁচিশ কলকাতা ।।