ঢাকে কাঠি পড়তেই আলো গুলো সব জ্বলে উঠলো ।
পাখিরা সব জড়তা ভেঙে আকাশে উড়াল দিল।
বন্য মানুষেরা কেমন যেন শিশুর মত হেসে উঠলো ।
বাতাসে বারুদের গন্ধ নিমেষে হাসনুহানার সুবাস হল ।
আযান আর প্রভাতীর সুর এক হয়ে মিশে গেল ।
কাশ ফুলেরা মাথা দুলিয়ে একে একে হাজির হল ।
নদীর পাড়ভাঙ্গা মানুষগুলো আবার ভরসা পেল ।
কাঠ খুটি দরমায় আবার নতুন ঠিকানা খুঁজে নিল ।