ভালো লাগা...
সকালের  রোদ্দুরের মত জানলার ভাঙ্গা কাঁচেতে  ,
ভুট্টা পোড়ানো ছোট্ট উনুনের হালকা আঁচেতে ।
গাছের থেকে সদ্য নামা খেজুর রসের হাঁড়ির সুবাসেতে।
কে যেন চিন্হ  গেছে রেখে হিমে ভেজা সবুজ  ঘাসেতে ।


ভালো লাগা...
ঘুম জড়িয়ে ছড়িয়ে আছে  মেঠোপথ যায় যতদুর দেখা
খড়ের চালের জল টোপান মাটির বুকে বৃত্ত আঁকা ।
ছড়িয়ে গেল পুকুর ঘাটে প্রথম ঢেউ জল জাগানো
আটকে গেল চক্ষু দুটি  গোবর গুলে উঠোন নিকানো।


ভালো লাগা...
লটকে আছে একটা ঘুড়ি তালগাছের উঁচু মাথায়
এখন কি হয়নি সকাল?  গুটি সুটি ছেঁড়া কাঁথায় ।
গরম ভাতের গন্ধ আসে,  নুন লংকা পিয়াঁজ কোথায়?
তেরছা হয়ে রোদ পড়েছে, আজ ওরা সব গেল কোথায়?


ভালো লাগা...
পাটকাঠিতে বানিয়ে গাড়ি ছোট্ট ছেলে ছুট লাগালো কত
মেয়ের হয়নি পুতুল মনের মতো আছড়ে ভাঙে খেলনা যত।
আজ চোখের জল মুক্তো মালা মনের ভিতর গাঁথা আছে
কত কিছুই না পাওয়া যে ভালো লাগার ভিড়ে আছে ।