মেঘ বালক একা দাঁড়িয়ে
অবাক বিস্ময়ে  সূর্য খেলা দেখছিল
ধ্যান মগ্ন ঋষি চকিতে চঞ্চল
মেঘবালিকাদের কল-কাকলির সুর মূর্ছনা
একজন যেন  আনমনা বার বার ছন্দহীনা
কি যেন পিছু পথে ফেলে সে এসেছে
সজল আঁখি তার খুঁজে ফিরে চলেছে
ইশারায় ইঙ্গিতে মেঘবালিকা বলে
'আমি আমার হারিয়ে ফেলেছি নুপুর '
আগ্রহ ভরে মেঘ বালক বলেছিল
'এখুনি আনব  খুঁজে মেঘ বালিকার নুপুর।'
এই বলে সে ফেলে আসা পথে ফিরে যায়
              সকল গড়িয়ে দুপুর
যখন সে ফিরে এল মেঘ বালিকা নুপুর সাথে করে ।
তখন মেঘবালিকা বৃষ্টি হয়ে ঝরে গেছে নীল পাহাড়ের বুকে
মেঘবালকের চিত্কার বজ্রের মত কানে বেজেছিল
'তুমি কোথায় ? কালো মেযে তুমি কি হারিয়ে গেলে ?'
প্রতিধ্বনি শুনে মেঘবালিকা স্পন্দিত সুরে বলে
'আমি এখন পাহাড়ের বুকে ঝরনা,
পড়ে নদী হব যাব সাগর সন্ধানে '
প্রত্যুতরে মেঘবালক বলে ওঠে
আমি যে তোমার নুপুর খুঁজে এনেছি নেবেনা ?
যেতে যেতে নদী বলে -'আর পিছনে ফিরবনা
তবে কথা দিলাম আবার  ফিরে আসব
তখন পরিয়ে দিও নুপুরখানি
   আজ আমাকে ছুটি দাও।'
পথ খুঁজে পাওয়া মেঘবালক বলে ফেলে
'ভুলে যেওনা । তোমার জন্যে অপেক্ষা করে থাখব,
যাচ্ছ যাও আবার ফিরে এস ।'