প্রতিদিন সূর্য ওঠে সূর্য ডুবে যায়,
আবার সূর্য ওঠে আবার সূর্য ডুবে যায় ।
এই ভাবে পৃথিবীর চলে যাচ্ছিল,
     হয়তো বা চলেও যেত-
কিন্ত একদিন সূর্য উঠবেনা ;
তার সোনা রঙে পৃথিবী রাঙবেনা ;
কোন পাখী ভুলেও আর ডাকবেনা ;
কোন গাছে কোন ফুল আর ফুটবেনা;
আকাশের ঘন নীল হবে উধাও;
ঘাসের  সবুজ হারিয়ে যাবে
একটু মুক্ত বাতাসের তরে উতলা প্রাণ,
কোটি মানুষের অমূল্য প্রাণ
     বুঝি নিমেষে শেষ হয়ে যাবে ।
কিন্ত ওরা-
আমার পৃথিবীতে কোন স্বার্থে,
কিসের লোভে  ঢালে বিষ
আনে অন্ধকার,আনে মৃত্যু।
আমরা যারা পৃথিবীর পক্ষে-
ষড়যন্ত্রের কালো মেঘ ছিন্ন করব বলে,
সূর্যের সাতরঙা রামধনু দেখব বলে,
আজ আমরা মগ্ন, সূর্য তপস্যায়।