আমি আশায় আশায় থাকি
     উড়বে কবে  গানের পাখী
নীল আকাশে পাখনা মেলে
     নতুন সুরে নুতন তালে  ।।


আসবে  জানি আঁধার করে
     ঘূর্ণি ঝড় প্রান্তর জুড়ে
ও রে পাখী সজাগ থাখিস
     মল্লারেতে গান বেঁধেনিস   ।।


রিক্ত বকুল ডাল ফুল ঝরিয়ে
    সৌরভ তার যায়নি ফুরিয়ে
গান ফুরালে অন্তরেতে
     রেশ টুকু তার ঠিকই  রবে ।


বাউল মনে বারে বারে
     সুর যে ওঠে গুনগুনিয়ে
পাখীরে তুই  সে সুর নিয়ে
     সবাইকে আজ যা শুনিয়ে   ।।