আমি ছিলাম আমি আছি আমি থাকব
     কোটি মানুষের মিছিলে মিছিলে
     বীরভূমের লাল কাঁকুড়ে মাটিতে।
     কিম্বা মায়ের কোলে  ছোট্ট শিশু হয়ে
     নয়তো দুরন্ত সাদা পায়রার ঠোঁটে
     অলিভ গাছের সবুজ পাতা হয়ে ।


যদি কখনো ঘুম ভেঙে যায়
     রাত জাগা কোন পাখীর ডাকে
     বুঝে নেবে আমি উড়ে যাচ্ছি
     রাতের চাদর সরাতে সরাতে
     শিকল ভাঙা এক সকালের সন্ধানে ।


যদি কখনো পথে থামতে হ্য়
     আঁধারের ভয়ে পিছু হঠতে হ্য়
     বুঝে নেবে জীবনের গতি স্তব্ধ তখন
     পালিয়ে বাঁচানো যায়না জীবন
     পিছনের দেওয়াল পথ করে দেয়না।


খুলে দাও বদ্ধ ঘরের জানলাগুলো
     দেখবে রোদ্দুর কালো মেঘের বুক ছিড়ছে
     বুঝে নেবে সময় হয়েছে তখন
     বাতাস ছড়াচ্ছে ঘুম ভাঙার গান
তৈরী থেকো, মহামিছিলে সামিল হতে  ।।