সাথী তোমার রক্তে রাঙানো গোলাপ
রাজ পথে পথে ফোটে কত  ।
পাপঁড়িতে যার যন্ত্রনা মিশেছে
কে বলে আজ সে মৃত  ।
ফুটতে না কুঁড়ি ঝরে গেল কেন কীটের দংশনে
শেষ না হতে কেন থেমে গেল গান
হিসাব বুঝে নিতে উঠেছে জেগে লক্ষ অযুত প্রাণ  ।
ওরা জেনে যাক-
পাথরে ফুটেছে প্রাণ ওরা জেনে যাক
ঘৃণার আগুন তাই ছড়ায় প্রাণে প্রাণে
       ওরা জেনে যাক ।
সংগ্রামী মানুষ জানে মৃত্যুই শেষ কথা নয়
জীবনের জয় তাই হবে নিশ্চয়  ।।