পৃথিবীর রঙ বদলে দিতে কোরকে করি প্রাণ সন্ধান
ধুয়ে দিতে চাই কলঙ্ক লাজ ঝড় বাদলে তাই কর আহবান।


স্বপ্ন সাধ পাথরেতে মাথা কোটে নই আশাহত শপথে অটল
আগুনে পোড়েনা শ্বাশত সুন্দর উত্তাপে আরো দৃঢ় এই প্রাণমন।


গরিমা হারিয়ে সীমন্তিনি অপমানে যার দচোখ জ্বলে
সে চেয়েছে ফিরে নুতন উষা দিগন্ত ছোঁয়া মেঘের কোলে।


বাঁশের বাঁশি বাজাতে চাই পাহাড় ভাঙা ঝরনার সুর
পথ বন্ধুর তাই নিশ্চিত এ পথেই হবে প্রাণ সেতু বন্ধন ।।