সন্ধ্যে হল সন্ধ্যে হল মেয়েটা ফেরেনি ঘরে
আছি বড় চিন্তায়
ঝি ঝি ডাকা কান্নায়, সাঁঝ  ফুরিয়ে রাত্রী ঘনায়
এখন মেয়েটি ফেরেনি ঘরে ।


কতবার বলেছি ‘কি হবে তোর অত লেখা পড়ায়’
ততবার সে বলে ‘অন্ধকারে আমি আলো হতে চাই’
ওই বুঝি সে এলো ঘরে কড়া নাড়ে কে দরজায় ?
এখন মেয়েটি ফেরেনি ঘরে ।


গভীর হয়েছে রাত সে ছাড়া পাড়ায় ফিরেছে সবাই
একি হলো হায় গরম ভাতের থালা এমনি জুড়িয়ে যায়
আলোর মেয়েকে গিলেছে আঁধার বুক কাঁপে তারই শংকায়
এখন মেয়েটি ফেরেনি ঘরে ।


শুনশান রাস্তায় অজানা ভয় জেগে আছি তোর্ অপেক্ষায়
মুঠোফোন তোর্ বার বার শুধু বলে অস্তিত্ব নাই সে নাই
রাত জাগা পাখী ডেকে ফেরে আগুন এখন আমার ঘরে
এখন মেয়েটি ফেরেনি ঘরে ।


রাত জেগে আছি আয় মেয়ে আয় ঘরে ফিরে আয়
আশার আলো সব শেষ করে পুবের আকাশ ফর্সা হ্য়
টুকরো টুকরো হয়ে সেই মেয়েটা ফিরেছে আপন ঘরে
অপরাজিতায় অপরাজেয় দিনের প্রথম আলোয়  ।