তোর গাওয়াতেই ঝরনা ছোটে নোতুন দিনের ভোরে
তোর চাওয়াতেই কনকচাঁপা পাঁপড়ি মেলে ধরে ।
ঝিনুক - ঝিনুক - ঝিনুক
সবার কাছে এমনি করে সুরের ডানা মেলুক ।


তোর কান্নায় উঠোন জুড়ে বকুল বৃষ্টি ধারায়
তোর হাসিতে আঁধার ভেঙ্গে খুশী আলো ছড়ায় ।
ঝিনুক - ঝিনুক - ঝিনুক
আবদারে তোর মেঘবালিকা যেমন খুশী আঁকুক ।


বাতাস এসে একটু দাঁড়ায় সজনে গাছের পাতায়
দিন রাত্রির স্বরলিপি লুকোচুরি খেলায় ।


তোর খোলা চিঠির নিমন্ত্রণে আকাশ ঝোঁকে সর্ষেক্ষেতে
আল পেড়িয়ে আসছে সবাই ভোরের গন্ধ নিতে ।
ঝিনুক - ঝিনুক - ঝিনুক
আবদারে তোর স্বপ্নগুলো সত্যি হয়ে উঠুক ।