আমার শরীর জুড়ে বিষের তীব্র জ্বালা, আমি পুড়ে গেলাম
আমার আর্তনাদে আকাশ উল্কা ঝরায়, আমি ঝরে গেলাম
আমি পুড়ে গেলাম
আমি ঝরে গেলাম
আমি নষ্ট হলাম।


এগিয়ে যাওয়া পথের মাঝে ছড়িয়ে ছিল কাঁটা
সাঁঝ আঁধারে সাহস বুকে সে পথ দিয়ে হাঁটা
ঝাঁপিয়ে পড়ে কারা অতর্কিতে বন্ধ খাঁচার পাখি দিশাহারা
ওর ভাঙলো ডানা এক নিমেষে, ঝাপটে ডানা মুক্তি খুঁজি
আমি হারিয়ে গেলাম
আমি ফুরিয়ে গেলাম
আমি নষ্ট হলাম।


মাগো স্বপ্নগুলো সঙ্গে করে যেতাম অনেক দূরে
পুর্ণিমা চাঁদ এল ঘরে, তোর ও বুকটা যেত ভরে
এলো মেলো সব কিযে হোল,খাদকগুলো ছিঁড়ে খুবলে খেল
ওরা উল্লাসেতে নৃত্য করে, সবটা আমার শূন্য করে
আমি খাদ্য হলাম,
আমি ঝরে গেলাম
আমি নষ্ট হলাম।


আমারই রক্ত মাটির বুকে প্রতিবাদের নকশা আঁকে
গুমড়ে ওঠা কান্নাগুলো আগাম ঝড়ের স্বপ্ন দেখে
নিরব ব্যাথা না বলা কথা বার্তা নিয়ে বাতাস ছোটে
আজ জনতা চায় প্রতিকার, প্রশ্ন রাখে চায় সুবিচার
আমারই নাম আজ প্রতিরোধ
আমারই নাম আজ প্রতিবাদ ।