কোকিল ডাকে কুহু কুহু
কুকুর ডাকে ঘেউ
খোকা ডাকে মা মা করে
দেয়না সাড়া কেউ।
বিড়াল ডাকে ম্যাও ম্যাও
ডাকছে গরু হাম্বা,
মা বাবা আপিস গেছে
গল্প বলতো আম্মা।
আম্মা এখন বৃদ্ধাশ্রমে
একলা ঘরে খোকা,
জানলাতে চোখ কী আশাতে
রাস্তা এখন ফাঁকা।
খেলবে কখন খাবে কী?
মা আসেনা, বাবাও না,
ঘুমিয়ে খোকা স্বপ্ন দেখে
এই কী খোকার পাওনা?



এক শিশুর অনুরোধে এই ছড়া।