স্বপ্ন দেখার সাহস নিয়ে এগিয়ে যাব আঁধার ঠেলে
     হঠাত থমকে চমকে দাঁড়াই
আমার শরীর জুড়ে শুধুই রক্ত ঝরে ।
যে মানুষটা প্রথম আগুন জ্বালাতে শিখেছিল
তখন আমি ছিলাম তার সাথে প্রকৃতির সাথে
লড়াই শেষে ওরা গান গেয়েছিল,
সেই শুরু সবুজের অভিযান
তাঁদের কাছেই শেখা সবুজের গান
এগিয়ে যাওয়া সামনের পথে সামনের দিকে
তারপর, নদীর তীরে তীরে বাঁকে বাঁকে,
শিলালিপি থেকে দিনলিপি
রক্ত আর ঘামের ফসল
একে একে সব হাতের মুঠোয়
আজ কথা বলে ইতিহাস হয়ে ।
এক থেকে একে উত্তরণ,
গ্রাম থেকে শহর নগর থেকে বন্দর
এগিয়ে যাওয়া সামনের পথে সামনের দিকে
তখনও আমি ছিলাম তার সাথে ।
তারপর .....বহু যুগ ....পর..হঠাত...
ওরা যে কারা ... ওদের চিনি ?
না চিনিনা বললে ভুল হবে
ওরাও তো যুগে যুগে ছিল উত্তরণের পথে বাধা হয়ে
ওরা তো জানে না আগামী পথের দিশা
মেটাবে কি করে জনমানবের তৃষা ?
তাই গড়ে তুলি প্রতিরোধ প্রাচীর
হোক দুঃস্বপ্নের অবসান আসুক নতুন দিন
আবার এগিয়ে যাব রাতের আঁধার ঠেলে
        হঠাত থমকে চমকে দাঁড়াই
আমার শরীর জুড়ে শুধুই স্বপ্ন ঝরে ।
আমি ওদের জানি যারা আগামী দিনের স্বপ্ন দেখে
সবুজের গানে ঘুমায় আবার জাগে
শিল্প সুষমা দোসর করে একে অন্যের কাঁধে কাঁধে
আমি ছিলাম আমি আছি আমি থাকব
ওই রাত জাগাদের সাথে ।