হয়তো একদিন আমি থাকবনা ।
কিন্ত, এখানে অনেক কিছু স্মৃতি রয়ে যাবে
ঋতুর শেষে ঋতু, পরবের পর নতুন পরব
ফুটবে আরো অনেক অনেক রঙিন ফুল
    সেদিন হয়তো আমি থাকবনা ।
শুরুতেই একত্রে উচ্চারিত হবে বেদ মন্ত্র
কেউ পাঠ করবে মহাজীবনের মহত বাণী
কেউ বলবে সুদুর সাগরপাড়ের অচিন কথা
গল্প বলা শোনা জীবন থেকে নেওয়া তাও থাকবে
   সেদিন হয়তো আমি থাকবনা ।
জানি আসনখানি পূর্ণ হবে শুন্য থাকবেনা
যে মাছরাঙা পাখীটা বাঁশের ডগায় এসে বসে
সে ময়ুরকন্ঠী ডানা ঝাপটে বাতাসে জল ছড়াবে
তারপর ঝুপ করে উড়ে যাবে
আকাশের নীল সীমানায়
   সেদিন হয়তো আমি থাকবনা ।
একে একে গানের সুরে ভেসে যবে এ সবুজ আঙ্গিনা
বাউল ভাটিয়ালী নতুন পুরাতনী যেন নকশীকাঁথার মাঠ
মন খুঁজে খুঁজে বেড়াবে আপন মনের মানুষ আছে কোথায়?
হারিয়ে পাওয়া লক্ষ মানিক যত্ন করে রাখবে
    সেদিন হয়তো আমি থাকবনা ।
ঝড় বৃষ্টি রোদ্দুর যে আসেনা তা নয়, সেত থাকবেই
তারপর, শবরীর অপেক্ষা শেষে নামবে সেই পরম শান্তি
সুরে বেসুরে তালে বেতালে এগিয়ে যাবে আনন্দ ফল্গুধারা
সাগর সিনানে যাবে সে লহরী তুলে আপন ছন্দে আপন মনে
সেদিন আমি থাকবো সবুজঘাসে ছোট্ট শিশির কনার মতো
চকিতে ভালোলাগার ভালবাসার একটা সুবর্ণ মুহুর্তের মতো
ভোরবেলাতে আলোকলতায়, সাঁঝবেলাতে সাঁঝের বাতি হয়ে
    সেদিন আমি থাকব /